চৈত্রের শেষে বৈশাখের শুরুতে সু-বিশাল হাওড় অঞ্চলের ইটনা উপজেলার বিভিন্ন হাওড়ে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কাটার ধুম পড়েছে। হাওড়বাসীর স্বপ্ন পুরণ হয়েছে সঙ্গে সঙ্গে ধান কাটার শ্রমিক সংকটও দুর হয়েছে।
অন্য বছরের তুলনায় এবার প্রকৃতিক দূর্যোগ প্রতিকূল আবহাওয়া ভাল থাকার কারণে হাওড়বাসী তাদের চাষাবাদী জমির উৎপাদিত ফসল হাঁসিমুখে সোনালী ধান কম্বাইন হারভেস্টার মেশিনে কেটে অগ্রাহায়ণ মাসের মত রৌদ্রে শুকিয়ে ঘরে তুলছে। জানাযায় বি,আর ২৮, ২৯, ৮৯, ৯২ ইত্যাদি জাতের ধান ফলনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তেমন ফলন হয়নি, হাইব্রিড উন্নত জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) ইটনা উপজেলার বিভিন্ন হাওড় পরিদর্শনকালে কৃষকদের সঙ্গে আলাপকালে জানা যায় এবার হাইব্রিড জাতীয় ধান বাম্পার ফলন হয়েছে যেমন, তেমন সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা ও প্রতি কেজির চালের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবার হাওড়বাসী কৃষক সরকারের কৃষি বিভাগের দেওয়া কম্বাইন হারভেস্টারে ধান কেটে বস্তা ভরে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম অলয়েদার সড়কে তুলে শুকিয়ে কৃষক হাঁসি মুখে ঘরে তুলছে সোনালী ধান।
টিএইচ